বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রেজমিন সেতু ঈদের আট নাটকে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

এ প্রজন্মের অভিনেত্রী রেজমিন সেতু। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আটটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে অভিনেত্রী জানান। টিভিতে প্রচারের পর ইউটিউবে অবমুক্ত হবে।
নাটকগুলো হলো শামীম জামানের ‘রতনে রতন চিনে’, ইয়ামিন ইলানের ‘ছাড় না দেওয়ার গল্প ২’, ফজলুল সেলিমের ‘গোল্ডেন বয়’, ‘সিরিয়াস প্রেমিক’ ও ‘পাত্রী নাম্বার ১০১’, লুৎফর হাসানের ‘যে প্রেম স্বর্গ থেকে আসে’ ও ‘ডার্ক লাভ’, সকাল আহমেদের ধারাবাহিক নাটক ‘সরকার অ্যান্ড সনস’। এছাড়াও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। যা শিগগিরই প্রচারে আসবে।

নাটকগুলো প্রসঙ্গে রেজমিন সেতু নিউজজিকে বলেন, সবগুলো নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। সংখ্যার চেয়ে চেষ্টা করেছি ভালো কিছু গল্পে কাজ করার। তাই এবার শুধু আটটি নাটকেই অভিনয় করেছি। আট নাটকে আটটি চরিত্রে দেখা যাবে। যেহেতু নাটকের গল্পগুলো আমাকে ঘিরেই, তাই আমাকে অনেক শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, কাজগুলো খুব ভাল হয়েছে। দর্শকদের পছন্দ হবে।

এদিকে, প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন রেজমিন সেতু। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমায় তাকে চিত্রনায়ক আশিক চৌধুরীর বিপরীতে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছেন সোলায়মান আলী লেবু। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।