সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গায় মানবতার আলো সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামশারকাজিপুর গ্রামে সেচ্ছাসেবী সংগঠন মানবতার আলোর উদ্যোগে সমাজের ভূমিহীন, বিধবা, প্রতিবন্ধী, অসুস্থ ও অসহায় ৫০টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে মানবতার আলো সমাজকল্যাণ সংগঠন। প্রতি বছরের ন্যায় এবারেও উন্নতমানের লাচ্চা, সেমাই, চিনি, সয়াবিন তেল ও আটা রামশার কাজীপুর, ছোট সিংগা, কাঁশোবাড়িয়া, কুঠুরীপাড়া, মাধনগর, দরবেশপুর, কানমাড়িয়া ও টুলটুলিপাড়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে তালিকাভূক্ত ব্যক্তিদের পৌঁছে দেয় সংগঠনের সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতি এস এম আরিফুল হক বলেন, সংগঠনের সদস্যদের প্রদানকৃত অর্থ দিয়ে প্রতিবছরই এ ধরণের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এই সংগঠনটি দুস্থ, অসহায়, অসুস্থদের চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, নারী ও শিশুকল্যাণ, পরিবেশ উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা সহ নানা ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।