‘‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ এই প্রতিপাদ্যকে মানসপটে ধারণ করে সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচী ১০(দশ) টাকা মূল্যের ৩০ কেজি চাউল বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হতদরিদ্র ডিলার ফরহাদ আলীর কার্যালয়ে অষ্টমনিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সরকারের নির্দেশনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ আব্দুল ওয়াহেদ এ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন, অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, যুবলীগের সভাপতি ও অষ্টমনিষা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মজির হোসেন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: জহির আলী। ।
পরে সকাল ১০.৩০ টায় ৫ নং ওয়াড রূপসীতে নুরুজ্জামান ডিলারের কার্যালয়ে চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন অষ্টমনিষা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হজরত আলী। এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ, নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সিহাব আলীসহ প্রমূখ।
জানা যায়, অষ্টমনিষা ইউনিয়নে মোট ৮৬৩ টি পরিবার এ সরকারি- সুবিধা পাচ্ছে। অষ্টমনিষা ইউনিয়নের ৮৬৩ টি পরিবারের মধ্যে ৫ নং ওয়ার্ড রূপসীতে নুরুজ্জামান ডিলারের মাধ্যমে ৪৩১ জন এবং ৬ নং ওয়ার্ডে ফরহাদ আলী ডিলারের মাধ্যমে ৪৩২ জন হতদরিদ্রদের সোম,মঙ্গল ও বুধবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ চাউল বিতরণ করা হবে।
#চলনবিলের আলো / আপন