পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বান্দরবানের লামা পৌরসভায় দুঃস্থ ও অতিদরিদ্র ৩,০৮১ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌরসভা কার্যালয়ে লামা পৌরসভার উদ্যোগে এ সময় বিতরণ কার্যক্রমে অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
আরও লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,সহকারি কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, পিআইও,পৌর নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা,কাউন্সিলর মোঃ রফিক,মমতাজ,সাকেরা বেগম,মরিয়ম বেগম,সাইফুদ্দিনসহ সংশ্লিষ্ট পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
উল্লেখ্য, পবিত্র ঈদ-উল-ফিতর,২২ ইং উপলক্ষ্যে লামা পৌরসভার ৩০৮১ দুঃস্থ ও অতিদিরদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচীর আওতায় ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
#CBALO/আপন ইসলাম