জুলফিকার হায়দার সাগর, মাহবুবা খাতুন মায়া, আনিসুর রহমান, আবুল কালাম আজাদ, এসআই হাসান, আরিফুল ইসলাম আরিফ, হাসিবুল হক খোকন, মিজানুর রহমান কনক, মোশাররফ হোসেন জনি, আক্কাস আলী, সাত্তার মিয়া, মতিন হোসেন বলেন, আমরা এসএসসি-৯৩ আটঘরিয়া উপজেলা শাখা। বন্ধুত্বের বন্ধন চিরদিন অটুট থাকুক এই স্লোগানকে বুকে ধারণ করে ‘ছোট্ট একটি শব্দ ‘বন্ধু’, কিন্তু এর ব্যাপ্তি সীমাহীন, এর গভীরতা অনেক। বন্ধু মানে আস্থা, নির্ভরতা। বন্ধু মানে ভালোবাসা, যেখানে থাকে না কোনো স্বার্থ।
বন্ধুত্বের কথা লেখা হয়েছে কবিতায়, গল্পে, চিত্রকর্মে, কখনো স্মৃতি হয়ে জমা হয়েছে স্থিরচিত্রে আবার কখনোবা গানে। তাইতো মানুষের মুখে মুখে ফিরে বন্ধুকে নিয়ে অসংখ্য গান। অনেকেই হয়তো আজ মনের অজান্তে গেয়ে উঠবেন-দেখা হবে বন্ধু কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু, চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরীতায়, অস্থির অপারগতায়!
জীবনে চলার পথে বন্ধু খুব প্রয়োজন। বন্ধু ছাড়া জীবন অসম্পূর্ণ থেকে যায়। নশ্বর পৃথিবীর অনেক সম্পর্কের মাঝে বন্ধু অন্যতম। হয়তো সেজন্যই বন্ধু দিবসের প্রচলন হয়েছিল। বন্ধু দিবসের প্রচলন নিয়ে কয়েকটি ধারণা আছে, এর প্রথমটি হচ্ছে বন্ধু দিবসের প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্রের কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হল মার্কের প্রতিষ্ঠাতা জয়েস হল এর মাধ্যমে।। জয়েস হল ১৯১৯ সালে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস পালনের প্রস্তাব করেছিলেন। এই দিনে তারা একে অন্যেকে কার্ড পাঠাতেন।
এই শুভক্ষণে পৃথিবীর সব বন্ধুত্ব অটুট থাকুক চিরকাল। ভালো থাকুক সব বন্ধুরা। শৈশবের দূরন্তপনার বন্ধু, স্কুল জীবনের উচ্ছ্বলতার বন্ধু, কলেজের সবকিছু রঙিন চশমায় দেখা বন্ধু, আর বিশ্ববিদ্যালয়ের পরিণত বয়সের বন্ধু কিংবা বয়সের ভারে ন্যুব্জ স্মৃতিতে হারিয়ে যাওয়া বন্ধু-সবাই ভালো থাকুক। বন্ধুরা যতেœ থাকুক মনের চৌকাঠে। ও বন্ধু তোকে আজ মিস করছি …।
পাবনা সদর, ঈশ্বদী, কুষ্টিয়া,চাটমোহর ও আটঘরিয়ার এসএসসি-৯৩,বন্ধুরা ২২এপ্রিল শুক্রবার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
#CBALO/আপন ইসলাম