রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের “সাধারন সম্পাদক” আহকামউল্লাহ’র বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্নসাতের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

গত ২০ শে ফেব্রুয়ারি , ২০২২ ইং এ রাজধানীর বনানী থানায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক বিশিস্ট আবৃত্তিকার মো: আহকাম উল্লাহ এর বিরুদ্ধে ৪৬.০০ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ নম্বর ৭৮১/২২ তারিখ ২২/০২/২০২২ ইং । বিষয়টি এসআই মো: ইয়াসিন হোসেনকে তদন্ত করে ব্যাবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ।

অভিযোগে পর্যালোচনায় দেখা যায় যে, বিশিস্ট আবৃত্তিকার মো: আহকাম উল্লাহ ব্যাক্তিগত জীবনে একজন ঠিকাদার এবং হার্ব ইন্টারন্যাশনাল লি: এর ব্যাবস্থাপনা পরিচালক । পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২০১৮-২০১৯ সনে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার আসলপাডা নামক স্থানে আহকাম উল্লাহ তার অপর প্রতিষ্ঠান টিটিসিএল এক্সিম এর নামে ২৩.০০ কোটি টাকার কাজ নেন । উক্ত কাজ চলাকালে লক্ষীপুরের সামটেক এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানের কাছ থেকে বালু, পাথর নিয়ে কাজ শুরু করেন । কিন্তু সঠিকভাবে কাজ করতে না পারায় পানি উন্নয়ন বোর্ড উক্ত কাজ বাতিল করে দেয় । সেই সময় তার বকেয়া ছিল ২২.০০ লক্ষ টাকা ।

আহকাম উল্লাহ এবং তার অপর সহকর্মীবৃন্দ বিষয়টি গোপন রেখে খাগড়াছড়ির ধুমনীঘাট সেনাক্যাম্পের রাস্তার কাজে মিজানুর রহমানকে সংযুক্ত করেন এবং প্রয়োজনীয় যানবাহন তার মাধ্যমে ভাড়া নেন । কিন্তু কাজ শেষে ২৪.০০ লক্ষ টাকা বিল বকেয়া রেখেই চলে আসেন বলে অভিযোগ করা হয় ।

মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, আমি নি: স্ব হয়ে গেছি । ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ। এলাকায় যেতে পারি না । খাগড়াছড়ির পাওনাদার আমার নামে মামলা করেছে । বিলের টাকা চাইতে গেলে তার অফিসের লোকেরা আমাকে আটকে রেখে টাকা চাইতে আসলে হত্যার হুমকি দিয়েছে । আহকাম উল্লাহ এবং তার প্রতিষ্ঠানের সকল সদস্য মিলে এ ধরনের প্রতারনা করে আসছে বলে জেনেছি । আমি ছাড়াও অনেকের কাছ থেকে তিনি মাল নিয়েছেন , কাজ করে বিল নিয়ে সটকে পড়েছেন । আমি নিজে বনানী থানায় গিয়ে অভিযোগ করেছি । কিন্তু এখনও আশানুরুপ কোন তৎপরতা দেখি নাই ।

উক্ত অভিযোগে মো: আহকাম উল্লাহ ছাড়াও যাদের নাম দেওয়া হয়েছে তারা হলেন – ১।তার ছোট ভাই আরকান উল্লাহ শ্যামল ২।সাজ্জাদ হোসেন মিঠু এবং ৩। মো: মিরাজ হোসেন ।

অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলেও কেউ ফোন ধরেন নি । তবে অফিসে যোগাযোগ করলে জানা যায় যে, আহকাম উল্লাহ পরিবারের সাথে দেশের বাইরে আছেন । তার পরিবার যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করেন । অপর অভিযুক্ত মিরাজ হোসেন এ ধরনের অনেকের কাছেই টাকা পাওয়ার অভিযোগের কথা স্বীকার করেন এবং এ জন্যই তিনি আহকাম উল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠানর সাথে দীর্ঘদিন যাবত সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন বলে জানান ।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।