মো: স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পাকুন্দিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নিরাপত্রা প্রহরী আবুল হোসেন (৪৫)। গত (২৭শে জুন) হাসপাতালের ছাড়পত্র পেয়েছিলেন আবুল হোসেন। কিন্তু নিজ কর্মে আর যোগদান না দিয়ে জীবন থেকে ছুটি নিয়েছেন তিনি। সাত মাসের অন্তঃসত্বা স্ত্রী সহ তিন সন্তানকে রেখে চলে গেলেন না ফেরার দেশে। গত (৩০ জুন, মঙ্গলবার) বিকেল সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অফিস সূত্রে জানাযায়, গত ১ মাস পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর করোনা ইউনিটে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে ১ সপ্তাহ আগে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এই পর্যন্ত পাকুন্দিয়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন। সুস্থ হয়েছেন ৪৬ জন। আইসোলিউশে আছেন ২২ জন।