উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, সুজানগর বাল্য বিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে বাল্য বিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তি, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম