সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়ায় মঙ্গলবার বেলা ১২টায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে অটো ভ্যান ও একটি বাসের সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় বাসের চাপায় অটো ভ্যানের একজন যাত্রী বাবু হোসেন (৪৫) নামে নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হন। নিহত বাবু হোসেন উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বাসিন্দা।
এলাকাবাসী জানান, তামিম এক্সপ্রেস বাসটি বোয়ালিয়া বাজারের দিকে যাওয়ার সময় রাস্তায় খানাখন্দ দেখে লেন পরিবর্তন করে। এ সময় বাসটি বিপরীতগামী অটো ভ্যানকে চাপা দেয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়েছে।
#CBALO/আপন ইসলাম