পাবনার আটঘরিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীনা মুলে সার বীজ বিতরণ করা হয়েছে। ১৯এপ্রিল মঙ্গলবার দুপুরে ২০২১-২০২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুলৌ আউশ বীজ সার বিতরণ করা হয়।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে আউশ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।
এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, সভাপতির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, কৃষক দুলাল মৃর্ধা।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুস সালাম।
#CBALO/আপন ইসলাম