শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে, ভাগাভাগি চূড়ান্ত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর কেন্দ্রীয় মন্ত্রিসভা ঘোষণা হতে চলেছে পাকিস্তানে। সোমবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে। যদিও এ নিয়ে এখনও কিছুটা সমস্যা রয়ে গেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধান সারির গণমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে,

অবশ্য মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে ‘মতবিরোধের’ কারণে জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সরকারের অংশ হিসেবে থাকবে কি না সেটি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে জোটভুক্ত দলগুলোর সাথে তার প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন।

দ্য ডন বলছে, পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মরিয়ম আওরঙ্গজেব। রোববার তিনি জানান, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন।’

তিনি আরও জানান, নতুন মন্ত্রিসভায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ১৪টি মন্ত্রণালয় পাবে। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাবে ১১টি মন্ত্রণালয়। তিনি দাবি করেন, জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)-সহ জোটভুক্ত সকল দলকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে।

মরিয়ম আওরঙ্গজেবের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, আইন ও বিচার, রেলওয়ে, তথ্য, জ্বালানি, পরিকল্পনা ও যোগাযোগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় থাকবে পিএমএল-এন’র অধীনে।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।