শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২০

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়া থানায় সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে মতবিনমিয় করেছেন। মঙ্গলবার (৩০জুন) রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গুড়া থানা চত্বরে তিনি স্বাস্থ্য বিধি মেনে সাংবাদিকদের সাথে এই মতবিনিমিয় করেন। মতবিনময়কালে তিনি এই উপজেলায় মাদক নির্মূল ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সরকারের আইন বাস্তবায়নে বদ্ধপরিকর উল্লেখ করে এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কারো ব্যক্তিগত চরিতার্থ উদ্দ্যেশ্য সাধন করতে যেন কোন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সেদিকও সংশ্লষ্ঠি সকলকে সর্তক করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ওসি (তদস্ত) মোঃ নাজমুল হক,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক ও নিউনেশনের ভাঙ্গুড়া প্রতিনিধি মাহবুব-উল-আলম, সিনিয়নর সহ-সভাপতি গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আয়নুল হক,সিনিয়র সাংবাদিক ও দৈনিক করতোয়ার ভাঙ্গুড়া প্রতিনিধি বিকাশ কুমার চন্দ, যুগ্ম সম্পাদক ও আজকালের খবরের ভাঙ্গুড়া প্রতিনিধি হেলাল খান,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী, দৈনিক আমাদের সময় ও নিউজ পাবনা ডটকম এর ভাঙ্গুড়া প্রতিনিধি মোঃ আব্দুর রহিম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ মানিক হোসেন, সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক পাবনার আলোর নিজস্ব প্রতিনিধি (চাটমোহর ও ভাঙ্গুড়া) সিরাজুল ইসলাম আপনসহ প্রমুখ।

 

প্রসঙ্গ গত ২৮ জুন নবাগত ওসি মুহম্মদ আনোয়ার হোসেন রাজশাহী জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ থেকে পদায়ন পেয়ে ভাঙ্গুড়া থানায় অফিসার ইনচার্জ পদে যোগদান করেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত ও ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। ঢাকা জেলা তার জন্মস্থান। তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ঐ বছরে বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই পদে যোগদান করেন। অপরদিকে সদ্য বদলী জনিত বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জেলার পার্শ্ববর্তী ফরিদপুর থানায় যোগদান করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।