সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি এর সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খরিপ-১/ ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় প্রান্তিক ক্ষুদ্র ১৫০ কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এছাড়াও কৃষকদের সহায়তায় সরকার ধান কাটার মেশিন ও চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদ, সহকারি কমিশনার ভূমি মোঃ , থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অব রশিদ, উপসহকারী কৃষি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
#CBALO/আপন ইসলাম