বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুসলিমদের হেয় করায় কাতার ও কুয়েতে নিষিদ্ধ ভারতীয় সিনেমা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমাটি সম্প্রতি বিশ্বজুড়ে মুক্তি পেলেও নিষিদ্ধ করা হয় মুসলিম দেশ কাতার ও কুয়েতে। গত ১৩ এপ্রিল বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পায় সিনেমাটি।

সান পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে তামিল ভাষার অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা। এটি পরিচালনা করেছেন নেলসন।

মুক্তির আগেই ধারণা করা হচ্ছিল সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে। তাই বিভিন্ন দেশ সিনেমাটি মুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছিল। তবে সেই তালিকায় প্রথমে কুয়েত এবং পরে কাতার নিজেদের নাম লিপিবদ্ধ করা থেকে বিরত রাখে।

তবে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করার কারণ হিসেবে জানা যায়, সিনেমাটির গল্পে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে। টিএন মুসলিম অ্যাসোসিয়েশন এ সিনেমা নিয়ে নিন্দাও জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, বিজয় অভিনীত ‘বিস্ট’ সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইনে বড় সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে।

সিনেমাটি এভাবে নিষেধাজ্ঞার মুখে পড়ালে বক্স অফিসে ক্ষতির মুখে পড়বে। যদিও কুয়েতে মুক্তি না পেলে বক্স অফিসে তেমন প্রভাব পড়বে না। কিন্তু কাতারের বাজার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সিনেমাটিতে বিজয় ‘র’ এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করেছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সূত্র : মিডিল ইস্ট মনিটর

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।