মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের তহবিল হতে পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৩০ জুন বিকেলে উপজেলা পরিষদ চত্ত¡রে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব, অসহায় অসচ্ছল পঙ্গু ও প্রতিবন্ধীদের জন্য ২০টি হুইল চেয়ার বিতরণের উদ্যোগ নিয়েছি। আজ পাঁচ জন পঙ্গু ও প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করে কর্মসুচির উদ্বোধন করা হলো। ২/১ দিনের মধ্যে অবশিষ্ট হুইল চেয়ারগুলো বিতরণ করা হবে।