পাবনার ভাঙ্গুড়ায় ততকালিন জমিদার বিশ্বনাথ শা ও নন্দলাল শার সম্পত্তি ১০০ বছর ধরে প্রায় ৪৬০ শতাংশ বর্তমানে সরকারি খাস জমি ৬০ পরিবরের ভোগ দখলকৃত অবস্থায় ভুয়া দলিল দেখিয়ে জোর করে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আব্দুর রশিদ এনিমি ও সাজিদুল ইসলাম এনিমি নামের ভূমি দস্যু ও তাদের সহচরের বিরুদ্ধে। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের লামকান গ্রামে।
জানা যায়, উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের লামকান গ্রামের মৃত আব্দুর জব্বার এনিমির ছেলে মো: আব্দুর রশিদ এনিমি ও রমজান আলী এনিমির ছেলে সাজিদুল ইসলাম এনিমি এ জমি ও বসত ভিটা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ধরে জোর পূর্বক দখল নেওয়ার চেষ্টা করে আসছে। আব্দুর রশিদ এনিমি ও সাজিদুল এনিমির বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগও রয়েছে। তারা এলাকায় ত্রাসের রাজত্ব করে বেড়ায়। কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না বলে জানা যায়।
একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায়, লামকান গ্রামের মাতব্বরদের নিয়ে গ্রামের মধ্যে অনেক বার বৈঠক বসে। কিন্তু আব্দুর রশিদ এনিমি গং ও সাজিদুল ইসলাম এনিমি গং বৈঠকে হাজির না হয়ে উল্টা সাঙ্গপাঙ্গ নিয়ে লামকান মৌজার লামকান গ্রামের ৪৬০ শতাংশ জায়গা জোর করে দখল নেওয়ার চেষ্টা করে। এই ভাবে নিজেদের প্রভাব খাটিয়ে মানুষের কাছ থেকে জোর করে জায়গা জমিসহ টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তারা এলাকার এক সময়ের চিহ্নিত ত্রাস, তার সামনে অনেকেই কথা বলার সাহস করে না।
অষ্টমনিষা ইউনিয়নের ৭নং ওয়ার্ড (লামকান) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম ও লামকান গ্রামের আজম, শফিকুল,আছাদুল,আব্দর রহিম,ইয়াসিন,আছের উদ্দিনসহ একাধিক ভুক্তভোগী বলেন, আব্দুর রশিদ ও সাজিদুল ইসলাম লামকান মৌজার লামকান গ্রামের ৪৬০ শতাংশ জায়গা বিভিন্নভাবে দখলের চেষ্টা করে আসছে। বিভিন্ন লোক দিয়ে ভয় ভীতি ও জমি বসতভিটা দখল করার চেষ্টা করছে। এই বিষয়ে আমাদের গ্রামে মাতব্বরদের নিয়ে গ্রামে সালিশি বসেয়েছিলাম। কিন্তু আব্দুর রশিদ এনিমি ও সাজিদুল ইসলাম এনিমি গ্রামের বিচার মানেনি এবং কোনো প্রকার বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি।
এই বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ এনিমি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো জমি দখল করতে যাইনি। আমার বাবা আমার নামে ৪৬০ শতাংশ জায়গা লিখে রেখে গিয়েছিল আমি জানতাম না। যখন জানতে পেরেছি তখনি আমার জমি আমি বুঝে চেয়েছি। জমি দখলের কথা জানতে চাইলে তিনি বলেন, কোনো লোক জন দিয়ে জমি দখলও করতে যাইনি। আমার নামে বাবার লিখে দেয় জমি শুধু বুঝে নেওয়ার চেষ্টা করছি। এতে কার কি।
এ বিষয়ে জানার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
#CBALO/আপন ইসলাম