শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সড়কের পাশে ময়লার স্তুপ, দূষিত বাতাসে হুমকির মুখে জনস্বাস্থ্য

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২০

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

অভয়নগর উপজেলার, নওয়াপাড়া পৌরসভার বাইপাস সড়কের পাশে রেলওয়ের ফাকা জয়গাটি ময়লার স্তুপের কারনে জনস্বাস্থ্য এখন হুমকির মুখে। সড়কটি দিয়ে পথ চলতে পথচারীদের দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এ মন্তব্য মুষ্টিমেক কয়েকজনের নয়,ঐ এলাকার হাজার হাজার মানুষ ও পথচারীদের। পথচারী,স্হানীয় বাসিন্দা ও রেলওয়ে বাস্তহারা সাধারন মানুষ জানান গত ২-৩ বৎসর নওয়াপাড়া পৌর এলাকার সমস্ত ময়লা -আবর্জনা ও বজ্য এখানে ফেলা হয়। আবর্জনা ও বজ্যের দুর্গন্ধে এখানে বসবাসতো দূরের কথা এই রাস্তা দিয়ে চলাচলও করা যায় না। দুর্গন্ধ সইতে না পেরে অনেকে বমি করে ফেলে। তাছারা এ সমস্ত আবর্জনা বজ্যের কারনে দুর্গন্ধের পাশাপাশি বেরেছে বিভিন্ন রোগ ও মশার উপদ্রব।

 

স্হানীওরা জন প্রতিনিধিদের উদ্দেশ্য করে দ্রুত এ স্তুপ সরানোর জরালো দাবি জানিয়ে বলে, যেহেতু নওয়া পাড়া পৌর সভা একটি ১ম শ্রেনীর পৌর সভা,কাজেই এ পৌর সভার ময়লা -আবর্জনা ফেলার একটি নিদৃষ্ট স্হান থাকাটা জরুরী,এবং সেটা অবশ্যই জন মানবহীন শহরের বাইরে কোথাও হতে হবে অন্যথায় জন স্বাস্হ্য হুমকির মুখে পরবে। এ বিষয়ে স্হানীয় জন প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টা এরিয়ে য়ান,ফলে তাদের কোন মন্তব্য তুলে ধরা সম্ভব হয়নি! তবে পথচারী ও স্হানীয়দের কথায় এটা স্পষ্ট যে,জন প্রতিনিধিদের অবহেলা-ই আজ ঐ এলাকা বসবাসরত মানুষ, ও পথচারীদের ভোগান্তির কারন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।