শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ সাপ্তাহিক চলনবিলের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

আজ সাপ্তাহিক চলনবিলের আলোর এক যুগ পুতি (১২ তম) প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে বাংলাদেশসহ বিশ্বের সব প্রান্তে আমাদের সব পাঠক ও বন্ধদের শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

দেশ,মাটি ও মানুষের কল্যাণের কথা বলে- এই শ্লোগান নিয়ে পাঠক পিয় সংবাদপত্র সাপ্তাহিক ”চলনবিলের আলো” ২০১০ ইং সালের ১৪ই এপ্রিল, বাংলা শুভ নববর্ষে জন্ম হয় ।

সংবাদপত্রটি অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এক যুগ পেরিয়ে আজ ১৩ বর্ষে পদার্পণ করেছে। চলনবিলের আলো বার বার হয়েছে প্রতিহিংসার শিকার, তবুও অন্যায়ের কাছে মাথা নত করেনি, করেনি কারো তাবেদারী ।

আমাদের বিশ্বাস, গত ১২ বছরে অনেক দুঃখ-বেদনা, আনন্দ-সফলতার মধ্যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন। ভবিষ্যতে ও আপনারা আমাদের সঙ্গে থাকবেন।

পত্রিকাটি সাপ্তাহিক হওয়ায় প্রতিদিন সাংবাদিকদের অবাধ তথ্য ও পাঠকের চাহিদা পুরনের লক্ষে গত ২০১৫ ইং সালে করা হয়েছে অনলাই ভার্সন ”চলনবিলের আলো ডটকম” ((www.chalonbileralo.com)।

চলবিলের আলো ডটকম এখন দেশের জনপ্রিয় অনলাইনের সারিতে নিজেকে ঠাই করে নিয়েছে। এখন দেশ/বিদেশে পাঠকের চাহিদা পুরুন করতে সক্ষম হয়েছে।

আমরা সংবাদপত্রটি সাপ্তাহিক থেকে দৈনিক করার জন্য প্রস্তুতি গ্রহন করেছি। খুব শিগ্রহই সাপ্তাহিক চলনবিলের আলো থেকে দৈনিক চলনবিলের আলোয় রুপান্তরিত হবে।

আমরা বিশ্বাস করি, মানুষ পরাজিত হয় না। নিশ্চয়ই ২০২২-এর এপ্রিলের চেয়ে ২০২৩-এর এপ্রিল অনেক বেশি আলোকিত হবে। মানুষ সুসময় আনবে, সুদিন আসবে। আলোকিত দিন আসবে, চলনবিলের আলো সেই আলোকযাত্রায় আপনাদের পাশে থাকবে। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং বিনয়ের সঙ্গে।

১২ বছর ধরে আমরা এ কথা বারবার বলি, যা কিছু ছিল ভালো, তার সঙ্গে চলনবিলের আলো । আমরা ভালোর সঙ্গে থাকতে চেয়েছি, আমরা ভালোর সঙ্গে থেকেছি। চলনবিলের আলোর হাজার-লক্ষ পাঠক আমাদের সঙ্গে আছেন।

চলনবিলের আলো পত্রিকা নিয়ে আমরা কী চেয়েছি? শুরু থেকেই আমরা চেয়েছি একটা স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পত্র। লক্ষ্য ছিল, সত্য বলে যাব। কোনো পক্ষপাত করব না। আমাদের দেশের পাঠকেরা, কতটা ভালো হলে এ রকম একটা স্বাধীন ও বস্তুনিষ্ঠ পত্রিকার পাশে ভালোবাসা নিয়ে দাড়িয়েছেন তা ভাবলে আমাদের গর্ববোধ হয়।

আমরা বিশ্বাস করি, বাংলাদেশে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রে স্বাধীন সংবাদমাধ্যমের ভ‚মিকা খুব বেশি। আমরা সেই ভ‚মিকা পালন করার চেষ্টা করে চলেছি, ভবিষ্যতেও করে চলব।

আমাদের কাজ সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের চাওয়া-পাওয়া এবং দাবিদাওয়া বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরা। তার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র শক্তিশালী হয়।

আমরা সত্য প্রকাশ করলে মানুষের উপকার হয়, কর্তৃপক্ষ উদ্যোগী হয় এবং সরকার তৎপর হয়। এর মধ্য দিয়েই সংবাদমাধ্যম হয়ে ওঠে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

আপনারা ভাল থাকুন। সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।

 

মোঃ রায়হান আলী

নির্বাহী সম্পাদক

চলনবিলের আলো

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।