পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন বাজারে চড়াদামে তরমুজ বিক্রি হচ্ছে। রোজা আর চৈত্রের দাবদাহকে কেন্দ্র করে চড়া দামে বিক্রি করছেন তরমুজ ব্যবসায়ীরা। ক্রেতারা তরমুজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে।
এই গরমে তরমুজ কেনায় ক্রেতাদের আগ্রহ থাকলেও তাঁরা বলছেন ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম নিচ্ছেন। ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে তা কেজি হিসেবে বিক্রি করছেন। এ ব্যাপারে প্রশাসনিক ভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, রোজা উপলক্ষে মোকামে তরমুজের দাম বেশি। তাছাড়া শ্রমিক খরচ ও গাড়ি ভাড়া বেশি হওয়ায় দাম বেশি পড়ছে। ১৩ এপ্রিল বুধবার দেবোত্তার, আটঘরিয়া, চাঁদভা, একদন্ত বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে প্রতিকেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। রোজার মধ্যে তরমুজের দাম কমবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।
#চলনবিলের আলো / আপন