রমজানের পবিত্রতা লংঘন করে আটঘরিয়ার বিভিন্ন বাজারে কোন কোন দোকানি উন্মুক্ত খোলা জায়গায় অবাধে ইফতারি বিক্রি করায় জনসাস্থ্য হুমকির মুখে পড়েছে।
আটঘরিয়া, দেবোত্তর, একদন্তসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, রমজানের পবিত্রতা রক্ষায় অনেকেই হোটেল, রেস্তোরায় কাপড়ের পর্দা টানিয়ে বেচাকেনা করছে। তবে অধিকাংশ স্থানেই রাস্তার পার্শে খোলা জায়গায় ইফতারির পশরা সাজিয়ে বেচাকেনা করতে দেখা গেছে।
আাটঘরিয়া পৌর এলাকার আটঘরিয়া ও দেবোত্তর বাজারে দুপুরের পর থেকে ইফতারির রমরমা বেচাকেনা শুরু হয়। এমনকি পুরাতন তেলে নানা রকম ভাজী দ্রব্য বিক্রি করা হচ্ছে। এসব ইফতারির দোকান রাস্তার দুপাশে বসার কারনে এবং ধুলো ময়লা পড়ার কারনে জনসাস্থ্যের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। এসব ব্যাপারে প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের কোন তৎপড়তা দেখা যাচ্ছে না।
#চলনবিলের আলো / আপন