সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর/কাবিখা)কর্মসূচির আওতায় বিভিন্ন সামাজিক /ধর্মীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন মূলক কাজের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পঞ্চকোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন