পাবনার আটঘরিয়ার খামার কোদালিয়া গ্রামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে আবার এক সংঘর্ষে কমপক্ষে ৮ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর অবস্থায় সানাউল্লা সানাকে (৪১) রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বিল্লাল হোসেন(৪২), মাসুদ আলী (৩২), আব্দুল বারেক (৪১), সজীব আলী(২৮),তোয়াজ উদ্দিন(৫৫), ইসলাম(৫২)। এদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত ১২ এপ্রিল দিরাগত রাত নয়টার দিকে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটেছে। এঘটনায় আটঘরিয়া থানা পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-আজাহার আলী (৫৩), ওসমান গনি (৩৫)।
জানা গেছে, ঘটনার দিনরাতে তোয়াজ উদ্দিন ও ইসলাম আলী তারাবীর নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়া মাত্রই সানাউল্লা সানা পূর্ব থেকে ওৎ পেতে থেকে লাঠি সোঠা দিয়ে এলাপাথারি ভাবে মারপিট করে গুরুতর আহত করেন।
উল্লেখ্য, আটঘরিয়ার খামার কোদালিয়া গ্রামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে এক সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় একটি বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১০এপ্রিল রোববার আটঘরিয়া থানায় ৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন