নওগাঁর আত্রাইয়ে এক ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ গতকাল বুধবার ইউপি কার্যালয়ে গ্রাম্য আদালত পরিচালনা করছিলেন। এমন সময় ওই ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মান্নান ও শফিকুল ইসলামসহ কয়েকজন লোক তার কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যানের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পরেন। এরই এক পর্যায় চেয়ারম্যান এসএম মামুনুর রশিদকে শারিরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার পর তিনি উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বাদি হয়ে ৪ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আত্রাই থানায় একটি এজাহার দাখিল করেছেন। আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লিখিত এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
#চলনবিলের আলো / আপন