২০২১-২২ অর্থ বছরে খরিপ -১ ২০২২-২৩ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রায় ৩৫ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন,
পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের
চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার রওশন
আলীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের সভাপতি
আব্দুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ প্রমুখ। পরে কম্বাইন্ড হারভেস্টার
বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন