নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক ও জুয়া খেলার অপরাধে ১৩ আসামিকে গ্রেফতার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জুয়া খেলার অপরাধে গ্রেফতারকৃতরা হলো উপজেলার ইসলামগাঁথী গ্রামের প্রদীপ প্রাং (৪৪), জাহিদুল গাজি (৩৮), আলম হোসেন (২৮), ইয়াকুব আলী (৩৪), মদন প্রাং (৩৫), সনাতন প্রাং (৪৫), মহাদিঘী গ্রামের মামুন খাঁ (৪০), আসলাম শেখ (৪৮), শামিম আলী (২০), সোহাগ হোসেন (৩০), রইচ সরদার (৪৩), আজিজ প্রাং (৫০) ও মাদক মামলায় সুইপার কলোনীর স্বপন বাঁশফোর (২৮)।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আত্রাই থানায় ৩টি মামলা রুজু করা হয়েছে। গতকাল শনিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন