পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চম শ্রেণীর (১১) বছর বয়সি এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে ৬ মাসের অন্তসত্তা হয়েছে। ৭ এপিল বৃহস্পতিবার রাতে স্থানিয়রা ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ধর্ষক পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার বিলবকরি (চাঁদপুর) গ্রামের মোঃ কামরুল উদ্দিনের ছেলে মোঃ মামুন হোসেন (২৪)। স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নে ১ নং ওয়ার্ড ভবানিপুর গ্রামে।
জানা যায়, গত ৯ মাস পূর্বে স্কুল ছাত্রীর সাথে মামুনের পরিচয় হয়। পরিচয়ের পর ছাত্রীর বাড়িতে বেড়াতে আসে মামুন, বাড়িতে কেউ না থাকায় জোর করে ধর্ষণ করে স্কুল ছাত্রীকে। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার ভয় দেখায়। জীবনের ভয়ে গোপন রাখে স্কুল ছাত্রী। এর পরে লম্পট মামুন সুযোগ বুঝে একাধিক বার শিশু ছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে মা-বাবা টের পেয়ে ভাঙ্গুড়া নিরাপদ হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টক সেন্টারে পরিক্ষা করলে ৬ মাসের অন্তসত্তা বলে জানা যায়। ৭ এপিল বৃহস্পতিবার রাতে ধর্ষককে ডেকে এনে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে, পুলিশ ঘটনা স্থান থেকে আটক কৃত ধর্ষককে উদ্ধার করে। ধর্ষক মামুন ঘটনার সত্যাতা শিকার করেন।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। সকালে ধর্ষককে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। ছাত্রীকে পরিক্ষার জন্য পাবনা জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।
#চলনবিলের আলো / আপন