সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া হতে চরজাজুরিয়ার খগেন ঘাট পর্যন্ত প্রায় ১০০০মিটার কাচা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহুস্পতিবার (০৭ এপ্রিল) আজিমুদ্দিন মোড় হতে চৌহালীর চরজাজুরিয়ার খগেন ঘাট পর্যন্ত ১০০০ মিটার যমুনা নদীর পাড় দিয়ে নতুন রাস্তার আনুষ্ঠানিক ভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন। ২০১৪ সালে জার্মান প্রজেক্টের রাস্তাটি যমুনা নদীতে ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় দীর্ঘদিন যাবৎ কৃষি প্রধান ওই এলাকার মানুষ শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলো।
দীর্ঘদিন পর নতুন করে রাস্তার যাত্রা শুরু করায় খুশি এলাকার সকল শ্রেণি পেশার মানুষ। স্থানীয় কয়েকজন জানায়, যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সঠিক সময়ে আমরা কোন কাজ করতে পারিনা। আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন আজ পূরণ হলো। রাস্তা না থাকায় আমাদের অনেক কষ্ট করে স্কুল, কলেজ, হাট-বাজারে যাতায়াত করতে হতো। এছাড়াও জরুরি মুহূর্তে কোন রোগীকে হাসপাতালে নেয়ারো কোনো ব্যবস্থা ছিল না । রাস্তাটির কাজ উদ্বোধন করায় সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডলকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি(এপিএস) মোঃ তাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবীব, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ, সাবেক সভাপতি আলহাজ হজরত আলী মাষ্টার ও ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷
#চলনবিলের আলো / আপন