পাবনার আটঘরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ইং অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন ন্যাশনাল এগ্রিকালচাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধনী) আওতায় চাষিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
৭এপ্রিল বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত উপকরল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম, উপজেলা সহকারি কমিশনার ভূমি আরিফুজ্জামান, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, জন স্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা নতুন ভূমি অফিস পরিদর্শনকালে গাছের চা রোপন করেন।
আটঘরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উপজেলার ১৬জন মৎস্য চাষিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণ হিসেবে রয়েছে মাছের খাদ্য ও সাইনবোর্ড। এই ১৬জনের মধ্যে দুইটি প্রজেক্ট রয়েছে-ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ, ও এনটিসিপি-২, এই প্রকল্পের আওতায় আমাদের যে ১০টা সমিতির রয়েছে তাদের ১৩জন সদস্যের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও আমাদের আরেকটি প্রজেক্ট রয়েছে। সেটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবাসমূহ সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৩জন চাষি বা সুফলভোগীর মাঝে এই উপকরণ বিতরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন