মঙ্গলবার পল্লি উন্নয়ন বোর্ডের উদ্যোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৩৯ জন কৃষকের মাঝে ফসলী ঋণ বিতরণ করা হয়। এই কর্মসূচীর আওতায় বোরো ধান আবাদের জন্য প্রত্যেক কৃষক ২৫ থেকে ৩১ হাজার টাকার ঋণ লাভ করেন। উপাজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো: মামুনার রশিদ ওই ঋণের নগদ অর্থ কৃষকের হাতে তুলে দেন। এ সময় পুরান মেন্দা পুর্বপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি মো: ইসরাইল হোসেন ও প্রেসক্লাব সভাপতি মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন ।
পল্লি উন্নয়ন কর্মকর্তা মো: মামুনার রশিদ বলেন, উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের পুরান মেন্দা পুর্বপাড়া সমবায় সমিতির ৩৯ জন সফল কৃষককে সরল সূদে মোট ১০ লাখ ৪৭ হাজার টাকার ঋণ প্রদান করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন