পাবনার আটঘরিয়া উপজেলার চৌকিবাড়ি মোস্তফা বিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ওপুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২ এপ্রিল অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার। অনুষ্ঠান শুরতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মজিদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক ফজলুর রহমান খান, আলমগীর কবির খান, মোজাম্মেল হক, আক্তারুজ্জামান খান, কৃষি শিক্ষক শফিকুল ইসলাম, বিপিএড শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিএসসি (জীব) আয়শা পারভীন, মাওলানা আক্কাছ আলি,, মাওলানা আব্দুল আলিম, মাওলানা বাকী বিল্লাহ, ইংরেজি শিক্ষক সাইদা খাতুন, জুনিয়র শিক্ষক আব্দুস সোবহান, জুনিয়র মৌলভী আলাউদ্দিন, এবতেদায়ী প্রধান হযরত আলি প্রমূখ।
#চলনবিলের আলো / আপন