পাবনার আটঘরিয়ায় এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে শেখ কামাল একাদশ ও শেখ রাসেল একাদশ এর প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।
১এপ্রিল শুক্রবার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মো: শহিদুল ইসলাম ইসলাম রতন, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিজ্জামান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমানসহ এলাকার সুধীজন উপস্থিত থেকে এ ক্রিকেট খেলাটি উপভোগ করেন।
উক্ত খেলায় শেখ কামাল একাদশ শেখ রাসেল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন টফি জিতে নেওয়ার গৌরব অর্জন করেন। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
#চলনবিলের আলো / আপন