সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাকলবিলে পুকুর খনন বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ এপ্রিল, ২০২২

নামে চাকলের বিল হলেও ধান, পাট, রসুনসহ হরেক রকমের ফসল ফলে সেখানে। এ ফসলকে ঘিরেই নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ও চাপিলা ইউনিয়নের ৪-৫টি গ্রামের মানুষের আর্থিক চাকা সচল থাকে। সেই বিলটিতে এবার পুকুর খননের উদ্যোগ নিয়েছে এলাকার প্রভাবশালী এক ব্যক্তি। শনিবার দুপুরে ওই পুকুর খনন বন্ধে ও কৃষি জমিগুলো রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন এলাকার কৃষকরা।

মনববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আবু বক্কর, কাঞ্চন বিবি, আইয়ুব আলী, সিদ্দিক আলী, আলাউদ্দিন, গফুর মিয়া, জিন্নাহ আলী, আরিফুল ইসলাম ও হাফেজ উদ্দিন। তাঁরা অভিযোগ করে বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে চাকলবিলের প্রায় ৬ বিঘা জমিতে পুকুর খননের প্রস্তুতি নিয়েছেন মাহবুবুর রহমান। এই পুকুর খনন হলে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। তখন আর ফসল ফলানো যাবে না। এলাকার কৃষকরা ক্ষতির মুখে পড়বে। কৃষিজমি ও কৃষকদের ক্ষতির প্রতিবাদেই কৃষকরা মানববন্ধন কর্মসুচী করতে বাধ্য হয়েছেন। কারণ চাকলবিলে প্রায় ৪ হাজার হেক্টর কৃষি জমি রয়েছে।

অভিযুক্ত মাহাবুবুর রহমান দাবি করেন, তাঁর জমির সাথেই একটি পুকুর রয়েছে। এ কারনে তাঁর ৬ বিঘা জমিতে ঠিকমত ফসল হয়না। বাধ্য হয়ে পুকুর খননের উদ্যোগ নিয়েছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।