সুজানগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে,চাল, ডাল, তেল,গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অসহনীয় উধর্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগরের মানিকদীর ঈদগাহ মাঠে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। বিএনপি নেতা হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌর বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম।এ সময় আরো বক্তব্য দেন, বিএনপির নেতা আব্দুস সালাম, আলাউদ্দিন, আহমেদ আলী লাটু, সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন, আব্দুল হাই, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, ¯ে^চ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু জাকারিয়া তরঙ্গ, রাশেদুল ইসলাম, মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস,তালেব খান, নিক্কন, সদস্য আব্দুল শুকুর, জিয়া বিশ্বাস, উপজেলা ¯ে^চ্ছাসেবক দল নেতা কোবাদ হোসেন, পৌর ¯ে^চ্ছাসেবক দলের আহবায়ক সুজা উদ্দিন সুজা, সদস্য সচিব বিপুল প্রাং, উপজেলা ছাত্রদল নেতা আলম খান, কাউসার শেখ,গাজী মাজহারুল ইসলাম, মানিক শেখ, পৌর ছাত্রদল নেতা এস এম আফতাব,সংগ্রাম, সবুজ, ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি একেএম সেলিম রেজা হাবিব বলেন, দ্রব্য মূল্য জনগণের ক্রয়¶মতার মধ্যে রাখতে হবে,তা না হলে ¶মতা ছেড়ে দিন। কৃষক, শ্রমিক মেহনতি মানুষ পেট ভরে খেতে পায় না,ষোল কোটি মানুষের পেটে লাথি দিয়ে ষাট হাজার মানুষের জন্য মোট্রো রেল দিয়ে কি হবে। তিনি আরো বলেন সরকার সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অ¯^াভাবিক ভাবে বৃদ্ধি করে যাচ্ছে। আগামী ২৩ সাল হবে জনগণের সরকার। ক্যাপশন: পাবনার সুজানগরে বিএনপির প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক এমপি এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।
#চলনবিলের আলো / আপন