পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে দুইদিন ধরে অনশন করছেন এক স্কুল ছাত্রী। এনিয়ে ওই এলাকায় তোলপার শুরু হলে প্রেমিক গা ঢাকা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে চাঁদপুর গ্রামের মধ্যপাড়া গ্রামে।
এদিকে অনশনরত স্কুল ছাত্রী বলছে, প্রেমিক শিপন হোসেন (২১) তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে জানিয়েছেন। প্রেমিক শিপনকে বিয়ের কথা বললে সে বিয়েতে রাজি না হলে গলায় ফাঁসি নিয়ে আতœহত্যা করার চেষ্টা করেন স্কুল ছাত্রী । এঘটনায় স্কুল ছাত্রী আটঘরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার গলায় ফাঁস নেয়ার চিহিৃ রয়েছে। শিপন ওই এলাকার হবিবর রহমানের ছেলে। সে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।
অনশনরত স্কুল ছাত্রী চাঁদপুর মধ্যপাড়া এলাকার আব্দুল মজিদ এর মেয়ে মর্জিনা খাতুন(১৬), সে মতিঝিল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।
জানা গেছে, একই গ্রামে পাশপাশি দুজনের বাড়ী হওয়ার সুবাধে প্রেমিক শিপন তাকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। গত দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই স্কুল ছাত্রীর সাথে শারীরিক ও দৈহিক সম্পর্ক করেন শিপন। একপর্যায়ে স্কুল ছাত্রী শিপনকে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অ¯^ীকার করেন। পরে স্কুল ছাত্রী গত সোমবার সন্ধায় প্রেমিক শিপনের বাড়ীতে খোলা আকাশের নিচে একাএকা রাত্রী যাপন করে।
প্রেমিকের বাড়ীতে অনশনরত স্কুল ছাত্রী কান্না জড়িত কন্ঠে জানান, শিপন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনেকবার ব্যবহার করেছেন। এবং শিপন তাকে বিয়ে না করলে সে আত্নহত্যা করবে। তিনি এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করেন।
এঘটনায় শিপনের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয় হারান মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অনশনরত ছাত্রী ও তার পরিবারকে আইনের সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
#চলনবিলের আলো / আপন