যশোর জেলার অভয়নগরে প্রাথমিক বিদ্যালয় বন্দ রেখে মাঠ দখল করে রাস্তার উন্নয়ন কাজ করার খবর পাওয়া গেছে।
অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের জয়খোলা গ্রামে অবস্থিত একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলছে পিচ গলানোর কাজ। জয়খোলা শেখ আ: ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে ১০ হাত দূরে পিচ গলানো এবং তার সাথে খোয়া মেশানোর কাজ চলছে। পিচ পোড়া গন্ধে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিশুদের স্বাস্থ্য। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলছিল পাঠদান। উড়ছে ধুলাবালি, নাক দিয়ে প্রবেশ করছে ফুসফুসে। স্বাস্থ্য ঝুকিতে আছে এই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে আসা শিশু শিক্ষার্থীরা।
২৮ মার্চ ২০২২ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যেই চলছে নড়াইল টু নওয়াপাড়া রাস্তার পিচ জ্বালানোর কাজ। বিভিন্নপ্রকার যন্ত্রপাতি, যানবাহন চলছে। উড়ছে ধোঁয়া, ধুলোবালি শ্বাস নিতেই তা পৌঁছে যাচ্ছে ফুসফুসে। এমতবস্থায় স্কুল বন্দ করে দেয়া হয়েছে। দেখার কেউ নেই বলে অভিযোগ করলেন একজন অভিভাবক। তিনি আরো জানালেন, সব বাচ্চারা বিদ্যালয়ে আসলেও আমার বাচ্চা আগামীকাল থেকে আসবে না।
ওই বিদ্যালয়ের প্রধান চম্পাকলি জানালেন, আমরা উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে জানিয়েছি, সেখান থেকে কোনো প্রকার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি।তবে এই অবস্থায় শ্রেণি কার্যক্রম পরিচালনা আসলেই সম্ভবপর নয়। তাতে আমরা এবং শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ব।
ম্যানেজিং কমিটির সভাপতি সুকুমার বিশ্বাস জানালেন,আমাদের অগোচরে মাঠের মধ্যে পাথর, পিচসহ সকল উপাদান রেখে যায়।পরে তাদের বাধাঁ দিলে শুধুমাত্র মাঠের দক্ষিণ পাশ ব্যবহার করার কথা বলে এবং স্কুলের উন্নয়নের কথা বলে। আরো তিনি জানান, আমাদের স্কুলের নাইটগার্ড না থাকায় স্কুলের বারান্দায় রাতে বখাটের আড্ডা চলে, তা ঠেকাতে আমাদের স্কুলের বারান্দা গ্রিল দিয়ে আটকাতে হবে সে ব্যাপারে রাস্তার ঠিকাদার অর্থ সহায়তা করবেন এই আশায় মাঠে কাজ করার অনুমতি দিয়েছি।
এবিষয়ে জানতে শিক্ষা অফিসার মাসুদ করিমের কাছে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন,বিষয়টি আমি শুনেছি উপজেলা প্রকৌশলীকে বলেছি সমস্ত মালামাল খুব দ্রূত সরিয়ে নিতে।
করোনার জন্য অনেকদিন স্কুল বন্দ ছিল।সবেমাত্র স্কুল খুলে কয়েকদিন ক্লাস হয়েছে।এখন আবার যদি দীর্ঘ দিন স্কুল বন্দ রেখে এধরণের ঝুকিপূর্ণ কাজ করা হয় তাহলে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্থ হবে তেমনি আমরা গ্রামবাসিও রোগাগ্রস্থ হয়ে পড়ব।খুব শীঘ্রই জনমানবহীন জায়গায় পিচ জ্বালানো মেশানো কাজ করতে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী সচেতনমহল।
#চলনবিলের আলো / আপন