পাবনার আটঘরিয়ার কয়রাবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮মার্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুবর্ণজয়ন্তী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপি।
সুবর্ণজয়ন্তী বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা শুরুতেই স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান।
কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল মালেক বাদশার সভাপতিত্বে ্ এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন আটঘরিা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্ম মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, ইউপি সদস্য আকরাম হোসেন, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
ধারা বর্ণনায় ছিলেন সিনিয়ির শিক্ষক আব্দুল মমিন, সহকারি শিক্ষক মোছা: ইশরাত জাহান। বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে সারাদিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ক্রীড়াদের হাতে পুরুস্কার তুলে দেন। উক্ত বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী সহ এলাকার সুধিজন উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠাটি উপভোগ করেন।
#চলনবিলের আলো / আপন