নাটোরের বাগাতিপাড়ায় এক বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামীসহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মডেল থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সান্যালপাড়া গ্রামের নাজিম উদ্দিনকে আটক করা হয়। নাজিম যৌতুক মামলায় ১ বছরের সাজা প্রাপ্ত পালাতক আসামী। এছাড়া সালাইনগর গ্রামের মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী কাজল আলী, সান্টু আলী ও মোমিন আলীকে আটক করা হয়। এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত পালাতক আসামীসহ আটককৃত ৪জনকে নাটোর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন