চলনবিল এলাকা শামুকখোল পাখির বিচরণে মুখরিত হয়ে উঠেছে। এবারের শীত মৌসুমে এই পাখির দেখা মেলেনি। কিন্তু গরম কালে প্রচুর চোখে পড়ছে। সবুজ ধানের সঙ্গে শামুকখোল পাখির গায়ের ধূসর সাদা ও কালচে রঙ প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০ টায় সরজমিনে চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদার খাল এলাকার বিস্তীর্ণ বোরে ধানের মাঠে দেখা গেছে ঝাঁকে-ঝাঁকে শামুকখোল পাখি।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়েছে। পাখি শিকার আগের থেকে কমে গেছে।
পাখি শিকার করা হলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন