পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ভলিবল ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪মার্চ বিকালে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ভলিবল খেলা কয়রা বাড়ী আলোড়ন সংঘ ৩-১ গেমস-এ পাবনা নতুন পাড়া যুব ভলিবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরুস্কার জিতে নেন।
এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্র্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাকসুদা আক্তার মাসু।
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তানভীর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রকৌশলী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, ওসি তদন্ত নয়ন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমূখ।
খেলায় সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থায় সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দূস সাত্তার। রেফারির দায়িত্বে ছিলেন বিএলকে উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি রেফারি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী। সাউড রেফারির ছিলেন শিপন, আশরাফুল ইসলাম।
ধারা বর্ণনায় ছিলেন খিদিরপুর ডিগ্রী কলেজের প্রভাষক তুহিন রেজা। স্কোর বোর্ডের দায়িত্বে ছিলেন শিক্ষক সোহেল রানা। উক্ত ভলিবল খেলায় মোট ৪টি দল অংশ গহ্রন করেন। উক্ত ফাইনাল ভলিবল খেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।
#চলনবিলের আলো / আপন