শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি ডিবি পুলিশের ইয়াবা ফিটিং মামলায় সাংবাদিক আসিফ মানিক নির্দোষ প্রমানিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

ঝালকাঠি ডিবি পুলিশের ইয়াবা ফিটিং মামলায় সাংবাদিক আসিফ মানিক নির্দোষ প্রমানিত হয়েছে। ২০ মার্চ রবিবার ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক মাহবুবা শারমিন সাংবাদিক আসিফ মানিক (৫২), মনির (৪২) জাহিদ (৪৫) কে মামলা থেকে খালাস প্রদানের রায় ঘোষনা করেন। আসামী পক্ষের আইনজীবি মঞ্জুর হোসেন জানান, “প্রবীন সাংবাদিক আসিফ মানিক একজন বরি মহীদ মুক্তিযোদ্ধার সন্তান। শহীদ পরিবারের পুর্নবাসনের জন্য সরকারের বরাদ্ধকৃত জমি দখল করতে একটি কুচক্রি মহল তাকে মিথ্যা মামলায় আটক করানোর প্রচেষ্টা চালায়। ঝালকাঠি ডিবি অফিসের এসআই মফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৬জুলাই ২০১৯ তারিখ সন্ধ্যায় কৃষ্ণকাঠি বিশ্বরোডের ঢালে মসজিদের সামনে সাংবাদিকের আসিফ মানিকের মটর সাইকেল দেখে ধারনা করে সামসুর হোটেলে তিনি বসা আছেন।ডিবি পুলিশ দল ওই হোটেল ও পার্শ্ববর্তী এলাকা রেট দেয়ার নামে তল্লাশী শুরু করে এবং সামসুর হোটেলের ফ্লোর থেকে ২ পিচ ইয়াবা পলিথিনের মোড়কে প্যাচানো উদ্ধার করে। যাহা জব্দ তালিকায় ¯^াক্ষীরা আদালতে শিকার করে। পুলিশ রেইটের ঘটনার সময় সাংবাদিক আসিফ মানিক পার্শ্ববর্তী আলফালাহ মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন।ঘটনাস্থল থেকে মনির নামের যুবককে আটক করে । ডিবির এসআই মফিজুলের পরিকল্পিত ওই মামলায় আসিফ মানিককে জড়ানো হয়। মনগড়া ওলোটপালট এজাহার করে এসআই মফিজুল বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।”

এ ব্যাপারে সাংবাদিক আসিফ মানিক পুলিশের আইজিপি বরাবর এই মিথ্যা মামলার প্রতিকার চেয়ে আবেদন করলে “আইজিপি সেল” এর উর্ধ্বতন কর্মকর্তারা গোপনীয় তদন্তে মামলার বাদী মফিজ নিজেই ফেঁসে গেলেন। আইজপির নির্দেশে ঝালকাঠি পুলিশ সুপার বাদী হয়ে এসআই মফিজের বিরুদ্ধে পুলিশ বিভাগীয় মামলা দায়ের করেন ।মালার তদন্তে এনআই মফিজুল দোষী প্রমনিত হওয়ায় তার বিরুদ্ধে পুলিশ বিভাগীয় আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়।

রায় ঘোষনার পর সাংবাদিক আসিফ মানিক জানান, “আমি নির্দোষ নামাজে ছিলাম তাই আল্লাহ রাব্বুল আলামীন আমাকে মিথ্যা মালা থেকে রেহাই দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।”

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।