সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নব্য আওয়ামীলীগ নেতা আমতলা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে লম্পট শাহিদুল ওরফে বিড়ি শাহিদুলের বিরুদ্ধে একই এলাকার কাঁঠালতলা গ্রামের দিনমজুর রশিদুল ইসলামের স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকায় লম্পট শাহিদুলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বল্লী ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করছেন একই এলাকার কাঁঠালতলা গ্রামের গৃহবধুর স্বামী নিরিহ দিনমজুর রশিদুল ইসলাম।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত প্রতারক লম্পট শাহিদুল ওরফে বিড়ি শাহিদুল প্রায় ২ বছর যাবত তাদের বাড়িতে যাতায়াত করে আসছে,কিন্তু শাহিদুলের আচার আচরণ সন্দেহজনক হওয়ায় আমি বিভিন্ন সময়ে লোকজন দিয়ে তাকে আমার বাড়িতে আসতে নিষেধ করি।কিন্তু সে কোন কিছুর তোয়াক্কা না করে আমি বাড়িতে না থাকার সুযোগে সে প্রায় আমার বাড়িতে আসা যাওয়া করে। গত ২ দিন পুর্বে আমি কাজ করে বাড়িতে এসে দেখি সে আমার স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত অবস্থা আমি দেখে ফেলি।এমন অবস্হায় শাহিদুলের পরামর্শে তার সামনে আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং বলে আমি তোমার সংসার করবো না শাহিদুলের সাথে বিয়ে করবো। আমার স্ত্রীর কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসে স্হানীয়দের উক্ত ঘটনা অবগত করি এবং প্রতিকার পেতে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে স্হানীয় এক আওয়ামীলীগ নেতা মোবাইলে প্রতিনিধি কে জানান মুলত শাহিদুল ওরফে বিড়ি শাহিদুল একজন লম্পট প্রকৃতির মানুষ।
সে প্রভাবশালী জনপ্রতিনিধির নাম ভাঙ্গিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।
আরও জানান অভিযোগের খবর শাহিদুলের স্ত্রী জানার পরে বিষয় টি বিস্তারিত জানতে শাহিদুলের স্ত্রী রশিদুল কে ডেকে নিয়ে জানতে চাইলে অভিযোগকারী শাহিদুলের স্ত্রী কে জানায় তোমার স্বামী আমার স্ত্রীর সাথে কয়েক বছর ধরে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত আমি নিষেধ করার পরে ও সে উক্ত জঘন্যতম কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আমি সুষ্ঠ বিচার চেয়ে ন্যায় বিচার পেতে বল্লী ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছি।
একথা শুনে ক্ষোভে শাহিদুলের স্ত্রী রশিদুল ইসলাম কে বলে আমি তোমার সংসার করবো,তখন পাশে থাকা লম্পট শাহিদুল ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী কে কিল ঘুষি মেরে ফোলা জখম করে।
এ বিষয়ে অভিযোগকারীর নিকট জানতে চাইলে উত্তরে জানায় আমি গরীব মানুষ শশুর বাড়িতে থাকি শাহিদুল আমার সরলতার সুযোগ নিয়ে আমার সংসার ভেঙেছে।প্রতিবাদ করলে সে পুলিশের ভয় দেখায় এখন আমি ঘরছাড়া সংসার ছাড়া একজন রাস্তার পথিক।
আরও জানায় আমি স্হানীয়দের পরামর্শে লিখিত অভিযোগ করেছি, এ বিষয়ে স্হানীয় চেয়ারম্যানের নিকট জানতে চাইলে জানান শাহিদুলের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ পেয়েছি।
এলাকাবাসীরা জানান মুলত শাহিদুল ওরফে বিড়ি শাহিদুল একজন লম্পট প্রকৃতির মানুষ সে এমন কোন অপকর্ম নেই যে সে জড়িত নেই। এ বিষয় নিয়ে এলাকায় মুখরোচক গল্প হলেও বিষটি ধামাচাপা দেওয়ার জন্য রশিদুলের স্ত্রীকে সাথে নিয়ে মিমাংসার জোর চেষ্টা করছেন লম্পট শাহিদুল। এদিকে অভিযোগকারী রশিদুল
ন্যায়বিচার পেতে বল্লী ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
#চলনবিলের আলো / আপন