শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লামায় কর্মরত সাংবাদিকদের আনন্দ যাত্রা ও মিলন মেলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ মার্চ, ২০২২
,“‘বন্ধুত্ব প্রগাঢ় হোক সাগরের উচ্ছ্বাসে”‘ এই স্লোগানে উৎসব আর আনন্দঘন পরিবেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ও পাহাড়ের নৈসর্গিক সুন্দর মিতালী পর্যটন স্পট হিমছড়ি ও সুগন্ধা বীচে লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের স্বপরিবারে পর্যটন নগরী কক্সবাজারে পিকনিক ও মিলনমেলা, দিনব্যাপী আনন্দ ভ্রমন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ( ২৩ মার্চ ) সকাল ৮ টায় লামা উপজেলা পরিষদ চত্বর হইতে বিলাসবহুল বাস যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। বেলা ১১টায় নাস্তা শেষে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন আনন্দ ভ্রমণে অংশ গ্রহণকারীরা। প্রতিটি স্পটে সাংবাদিক পরিবার বাঁধভাঙ্গা আনন্দে মাতিয়ে তোলে এবং পুরো ভ্রমনকে প্রাণবন্ত করে রাখে।
লামা উপজেলায় কর্মরত সাংবাদিকগণের এই ক্লান্তিহীন আনন্দ ভ্রমণ যেন কক্সবাজারের চিরচেনা পরিবেশকে একটি নতুন মাত্রা এনে দিয়েছে। সমুদ্র সৈকতের নীল জল রাশি, সাগরের উত্তাল ঢেউ আর শোঁ শোঁ গর্জনে মুগ্ধ লামা উপজেলার কলম সৈনিক
ও পরিবারের সদস্যবৃন্দরা। বেলা ১২ টার দিকে তারুণ্য ও প্রাণোচ্ছ্বল সংবাদ কর্মীরা সমুদ্র সৈকতে অবগাহনে নেমে যান।
আনন্দ ভ্রমন ও মিলন মেলায় অংশ গ্রহণ করেছেন। দৈনিক পূর্বকোন প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি এস কে খগেশ প্রতি চন্দ্র খোকন, দৈনিক  মানবজমিন প্রতিনিধি মোঃ তৈয়ব আলী, দৈনিক রূপালী সৈকত ও সাপ্তাহিক মাতামুহুরী প্রতিনিধি মোঃ নাজমুল হুদা,দৈনিক বাংলাদেশ সমাচার মোহাম্মদ শাহনেওয়াজ, দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমেদ, যুগান্তর প্রতিনিধি ইলিয়াছ আরমান, ইনকিলাব প্রতিনিধি মাওলানা শামছুদ্দোহা, দৈনিক মাতৃছায়া প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া, আশ্রয় প্রতিদিন মোঃ ইমরান, দেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ চাঁন মিয়া, আমাদের নতুন সময় প্রতিনিধি মোঃ ইসমাঈনুল করিম,গনকন্ঠ প্রতিনিধি মোঃ মিজান প্রমুখ।
আনন্দ ভ্রমণে উপস্থিত এক ঝাঁক নির্ভীক কলম সৈনিকেরা স্বপরিবারে বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে মিলিত হয়ে সৈকতের বালু নিয়ে খেলায় মত্ত হয়। কেউবা সাগরের ঢেউয়ের বুকে ঝাঁপ দিচ্ছে, আবার অনেকে বিশ্রাম ছাতার নিচে চেয়ারে বসে শুয়ে সমুদ্রের ঢেউ গুনছেন কিংবা সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে ফেইস বুকে বিভিন্ন পোষ্ট দিয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।