বাংলাদেশ মাইম এসোসিয়েশন এর আয়োজনে রাজধানীর পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আজ ২২শে মার্চ ২০২২ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আম্বর পূর্ণ আলোচনা ও মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফরাসি মূকাভিনেতা মার্সের মার্সোর ৯৯ তম জন্মদিন ও বিশ্ব মূকাভিনয় দিবস-২০২২ এর আলোচনা সভায় বাংলাদেশ মাইম এসোসিয়েশন এর আহবায়ক মুন্সী আবু হারুন টিটো এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন ছড়া, শফিকুল ইসলাম ডাবলু ও শেখ তানভীর আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, সর্বকালের সেরা মূকাভিনেতা মার্সেল মার্সোর জন্মদিনের পাশাপাশি এ দিনটিতেই বিশ্ব মূকাভিনয় দিবস হিসেবে উদযাপন করে আসছে সারা বিশ্ব।বিশ্বখ্যাত এই শিল্পী ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টার্সবুর্গ শহরে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে।বিংশ শতাব্দীর আধুনিক মূকাভিনয় চর্চা এবং এতে মার্সোর নাম সমার্থক হয়ে ওঠায় তাঁর প্রয়াণের পরে এ দিনটিকেই ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করা হয় এবং এইদেশে মূকাভিনয় চর্চার অংশ হিসেবে বাংলাদেশ মাইম এসোসিয়েশন যথাযথ মর্যাদায় নিয়মিত দিবসটি পালন করে আসছে।
#চলনবিলের আলো / আপন