মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দূবৃত্তদের ছুরিকাঘাতে আরাফাত হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।মঙ্গলবার (২২ মার্চ ) দুপুরে শ্রীমঙ্গল থানা সংলগ্ন মসজিদের পিছনের রাস্থায় এ ঘটনাটি ঘটে। দৃবৃত্তরা আরাফাত হোসেনের মোটর সাইকেল আটকিয়ে ছুরি দিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালিয়ে তাকে গুরুতর আহত করে।
পরে পুলিশ এসে গুরুতর আহত আরাফাতকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। এসময় আরাফাতের উপর আক্রমণকারী ৪ যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার প্রেস ব্রিফিং করে এসব বিস্তারিত জানান।
#চলনবিলের আলো / আপন