পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের ন্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২মার্চ) আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে সকালে আনুষ্ঠানিক ভাবে পণ্য বিতরণ কর্মসূচি শুভ উদ্ভোধন করেন একদন্ত ইউপি চেয়ারম্যান মো: লিয়াকত হোসেন আলাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথিমক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।
একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল বলেন, ১হাজার ৩১৬জন উপকারভোগীর কাছে দুই পর্যায়ে স্বল্প মূল্যে প্রতিজনকে ২কেজি চিনি, ২কেজি মসুর ডাল, ২লিটার সয়াবিন তেল বিতরণ করা হবে। এতে প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিতরণে ৪৬০টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ছোলা বিতরণে অতিরিক্ত ১০০টাকাসহ মোট ৫৬০টাকা খরচ হবে ফ্যামিলি কার্ডধারীদের।
#চলনবিলের আলো / আপন