পাবনার সুজানগর উপজেলা পরিষদের প্রধান সড়ক ও ড্রেন দখল করে বিভিন্ন স্থাপনা এবং সড়কের উপর ফার্নিচার ব্যবসা সহ নিত্য প্রয়োজনীয় কাজ করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এই সড়কের চলাচল রত জন সাধারণ, অফিসের কর্মকর্তা কর্মচারী ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ হযরত শাহজালাল একাডেমীর শিক্ষার্থীরা প্রতিনিয়ত কাঠের গুঁড়া চোখে মুখে নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। একাধিক ভূক্তভোগী সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, উপজেলা প্রাণ কেন্দ্র উপজেলা পরিষদের যাইতেই স মিলের গুড়া,কাঠ মিস্ধসঢ়;ত্রীর কাঠের গুঁড়া চোখে মুখে নিয়ে যাইতে হয়। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরই একই অবস্থা। সাধারণ মানুষের দাবী উপজেলা প্রশাসন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী বলেন, সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন