রবিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই রজব, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গায় স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবককে ৬ মাসের জেল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ মার্চ, ২০২২
নাটোরের নলডাঙ্গার পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় অপু নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে ইভটিজিংরত অবস্থায় হাতে নাতে আটকে রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাসিস্ট্রেট সুকুময় সরকার এই দন্ডাদেশ প্রদান করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,গত বেশ কিছুদিন ধরেই পাটুল হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো পার্শ্ববর্তী ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের বদরউদ্দিনের ছেলে মো মিরাজুল ইসলাম অপু । আজ রবিবার(২০ মার্চ) ওই ছাত্রী স্কুলে গেলে বখাটে যুবক তাকে উত্যক্ত করা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। এ সময় সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ছেলেকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।