পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের ন্যায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম শুখ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০মার্চ) আটঘরিয়া পৌর সদর দেবোত্তর বাজারে আনুষ্ঠানিক ভাবে পণ্য বিতরণ কর্মসূচি শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আক্তার, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মতিউর রহমান প্রমূখ। আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মুরাদ, খাইরুল হাসান নাসিম সহ অনেকেই।
আটঘরিয়া উপজেরা নিবার্হী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু বলেন, রমজান উপলক্ষে একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের স্বল্প মূল্যে ৭হাজার ৬৩৯টি পরিবারের মাঝে টিসিবির পন্য বিক্রয় করা হবে। তবে এলাকায় গরিব মানুষের সংখ্যা বেশি কার্ডের পরিমাণ বাড়ানো হলে আরও বেশি সংখ্যক মানুষ পণ্য পেতেন।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, আটঘরিয়া পৌর সভায় ১হাজার ২শ, মাজপাড়া ১হাজার ৪শ ৬২, চাঁদভা ইউনিয়নে ১হাজার ২শ ২৭, দেবোত্তর ইউনিয়নে ১হাজার ২শ ৩৪, একদন্ত ইউনিয়ন ১হাজার ৩শ ৩৪, লক্ষীপুর ইউনিয়নে ১ হাজার ১শ ৮২জন উপকারভোগির উপকারভোগীর কাছে দুই পর্যায়ে স্বল্প মূল্যে প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিতরণ করা হবে। এতে প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিতরণে ৪৬০টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ছোলা বিতরণে অতিরিক্ত ১০০টাকাসহ মোট ৫৬০টাকা খরচ হবে ফ্যামিলি কার্ডধারীদের। যারা পণ্য ক্রয়ে অনুপস্থিত থাকবে এবং আগ্রহী না হলে উপস্থিত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে প্যাকেজগুলো বিক্রয় করা হবে।
#চলনবিলের আলো / আপন