নাটোরের নলডাঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় সাশ্রয়ী মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। রবিবার(২০ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের তত্বাবধায়নে ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার,ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু, ট্যাগ অফিসার আব্দুল আল আনসারী সহ স্থানীয় ইউপি সদস্য ও জনপ্রতিনিধিগণ।
ব্রহ্মপুর ইউনিয়নের টিসিবি ডিলার মিলন হোসেন ও পিপরুল ইউনিয়নের টিসিবি ডিলার ফারুক হোসেন জানান, ফ্যামিলি কার্ড দিয়ে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
জানা গেছে, ১ম ধাপে এই কর্মসূচির আওতায় শুধু নলডাঙ্গা উপজেলার পৌরসভা সহ ৫টি ইউনিয়নে মোট ৫ হাজার ২৭৯ জন কার্ডধারী এই সুবিধা পাবেন। এর মধ্যে পৌরসভায় ১২৩৪ জন, ব্রহ্মপুর ৬৯৫, মাধনগর ৬৮৮, খাজুরা ৬৩৯, পিপরুল ১০০৮, ও বিপ্রবেলঘড়িয়া ১০১৫ জন কার্ডধারীরা এই সুবিধা পাবেন।
ইউএনও সুখময় সরকার বলেন, ১ম দিনে ব্রহ্মপুর ও পিপরুল ইউনিয়িনে টিসিবি পণ্য সুবিধা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা ও পৌরসভার চলতি মাসের মধ্যেই ১ম ধাপের সকল টিসিবি পণ্য বিক্রি সম্পন্ন করা হবে।
#চলনবিলের আলো / আপন