মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটিরত অবস্থায় বিকাল ১৭.২০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন পাচাউন বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন ০১ নং মির্জাপুর ইউপির অন্তর্গত শ্রীমঙ্গল টু নবীগঞ্জগামী রোডস্থ জনৈক আবুল হাছান এর জোনাকি টেইলার্স দোকানের সামনে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ০২ (দুই) জন ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে একজন ব্যক্তিকে আটক করিতে সক্ষম হয় এবং অপর ০১ (এক) জন ব্যক্তি দৌড়াইয়া পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম ও ঠিকানা ১। আনোয়ার মিয়া (৪৭), পিতা: মৃত মাজত উল্লা, মাতা: বানেছা বিবি, সাং-পানিউমদা(লালটিলা), থানা: নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ এবং পলাতক আসামীর নাম ও ঠিকানা: ২। মোঃ সুমন (৩০), পিতা: রুন্দুল আলী, সাং-পানিউমদা, থানা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ বলিয়া জানায়। তাৎক্ষণিক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী ১। আনোয়ার হোসেন (৪৭) এর দেহ তল্লাশীকালে তাহার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১ (এক) টি কালো রংয়ের জিপারযুক্ত বায়ু নিরোধক পলিথিন এর ভিতর ২৫০ (দুইশত পঞ্চাশ) পিছ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, সঙ্গে থাকা পরিমাপক যন্ত্রদ্বারা পরিমাপ করে যাহার প্রতিটির ওজন ০.১০ গ্রাম করিয়া মোট ওজন (২৫০দ্ধ০.১০) গ্রাম = ২৫.০০ (পচিঁশ দশমিক শূন্য শূন্য) গ্রাম এবং প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০/- করে মোট মূল্য (২৫০দ্ধ৩০০)=৭৫,০০০/-(পচাঁত্তর হাজার) টাকা। (খ) তাহার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পাশের পকেট হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১ (এক) টি কালো রংয়ের জিপারযুক্ত বায়ু নিরোধক পলিথিন এর ভিতর ২৫০ (দুইশত পঞ্চাশ) পিছ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, সঙ্গে থাকা পরিমাপক যন্ত্রদ্বারা পরিমাপ করে যাহার প্রতিটির ওজন ০.১০ গ্রাম করিয়া মোট ওজন (২৫০দ্ধ০.১০) গ্রাম = ২৫.০০ (পচিঁশ দশমিক শূন্য শূন্য) গ্রাম এবং প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০/- করে মোট মূল্য (২৫০দ্ধ৩০০)=৭৫,০০০/-(পচাঁত্তর হাজার) টাকা সহ সর্বমোট (২৫০+২৫০)=৫০০(পাঁচশত) পিছ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ওজন (২৫.০০+২৫.০০)=৫০.০০ (পঞ্চাশ দশমিক শূন্য শূন্য) গ্রাম এবং সর্বমোট মূল্য অনুমান (৭৫,০০০+৭৫,০০০) =১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
#চলনবিলের আলো / আপন